২৯ নভেম্বর ২০১৯ খ্রীঃ
মাত্র ২ বছরে দেশের বিভিন্ন প্রান্তে ৩,০০০ (তিনহাজার) ব্যাগ রক্তদান করায় “সাহিত্য মঞ্চ, চাঁদপুর’র পক্ষথেকে অনুসন্ধনী রক্তদান সংস্থা বাংলাদেশ-কে শুভেচ্ছা স্মারক-২০১৯ প্রদান করেন জনাব, মোহাম্মদ অাব্দুল্লাহ্ অাল মাহামুদ জামান (অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁদপুর। শুভেচ্ছা স্মারক গ্রহন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক- মু.শহীদ উল্যাহ্ বাবর, সংগঠক- গৌতম চন্দ্র সরকার, নুসরাত তন্নী, নবনীতা রায় চৌধুরী, নিলয় চন্দ্র দে প্রমুখ।